যে শিল্পী স্বপ্নের মধ্যে ছবি আঁকে

কী এক মায়া নিয়ে পাখি ডাকে

অন্ধকারে

মেহগনি গাছে

সবই সুনসান এখন—মধ্যরাত

কেউ কি জেগে আছে? —নাই

কে হাঁটে ওখানে? গাছতলে সরু পথ;

কয়েকটা ফল টুপটাপ ঝরে

আলোর ফল ওগুলো, পাখি খাওয়া ফল

আশ্চর্যভাবেই আবির্ভূত কিন্তু ভোররাতে

বিলীন

নিরাকার নির্বিকার ঘুম

ঘুমাচ্ছে সারা মহল্লা

ঘুমের মধ্যে স্বপ্ন, স্বপ্নের মধ্যে বন

বনের মধ্যে পাখি


সময় যখন মধ্যরাত্রি—


মধ্যরাত্রির রং সাদাকালো

রাত্রিতে সাদাকালো ফুল ফোটে

ভোর পর্যন্ত থাকে না অনেকে

এত মায়া নিয়ে যে ডাকে

পাখি—কই যায়? কোথায় বিলীন তার ডাক?

ফুল কি থাকে, সাদাকালোভাবে?

তুমিও ঘুমাও নির্বাক