তুমিহীনা ক্লান্ত-শ্রান্ত কাটছে আমার রাত-দিন

ভেতর হাতড়ে দেখো অন্য কোনো নামটাম নেই

নিজেকে কলস ভাবি, তার জল ভাবি তোমাকেই

আমার জীবন পাবে, প্রয়োজন হলে সেফটিপিন

দুঃখ এক বড় নদী, জীবনও তো নদীমাতৃক

মানুষও নদী বটে ভালো-মন্দ তার দুই তীর

কেউ কেউ সুখ পায় ভালোবেসে কেউবা ফকির

আমার চুম্বন পাবে, প্রয়োজন হলে লিপস্টিক

গভীর সমুদ্র আমি, তুমি তার মধ্যবর্তী দ্বীপ

আমাকে গ্রহণ করো চন্দ্র-সূর্যগ্রহণের মতো

আলিঙ্গনে করে দাও জীবনের দুঃখকে আহত

আমার চুম্বন পাবে, লাগে যদি কপালের টিপ

আমাকে তোমার মনে গুঁজে রেখো। চুলের খোঁপায়

গোঁজা গাঁদা, রক্তজবা, লিলি কিংবা গোলাপের ন্যায়