মাদক নিয়ে কলাম

বাংলাদেশে বিভিন্ন বয়সের ও পেশার লাখ লাখ মাদকসেবী আছে। এদের অধিকাংশই কলেজ-বিশ্ববিদ্যালয়–পড়ুয়া ছাত্রছাত্রী। মাদক সেবনের কারণে তাদের পরিবার ভোগান্তিতে আছে, কষ্ট-যন্ত্রণা পোহাচ্ছে। মাদক সেবন অনেক পুরোনো ব্যাপার। কিন্তু তার নিত্যনতুন রূপের যেন অভাব নেই।

মাদকের প্রভাবে অনেক জীবন অকালে ঝরে যাচ্ছে। মাদকসেবী ব্যক্তিদের কারণে পরিবার ও সমাজে অশান্তি বাড়ছে। কিন্তু দুঃখের বিষয়, এ নিয়ে লেখা​েলখি অনেক কম। এ সম্পর্কে প্রথম আলোয়কলাম চাই। তাতে জনসচেতনতা যেমন বাড়বে, তেমনি সরকারের টনক নড়বে, আশা করি।

 মো. হাবিবুর রহমান

খিলগাঁও, ঢাকা।