সুপ্রিম কোর্টে শব্দদূষণ!

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশেন প্রায়ই রাজনৈতিক দলের সভা-সম্মেলন
অনুষ্ঠিত হয়।
এসব সভার কার্যক্রম শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভেতরে সীমাবদ্ধ থাকে না। বাইরে মৎস্য ভবন, কখনো জাতীয় ঈদগাহ পর্যন্ত সভার মাইক লাগানো হয়। ফলে একটানা মাইকের আওয়াজে আদালতের বিচারকার্য ব্যাহত হয়।
আদালত প্রাঙ্গণ ‘সাইলেন্ট জোন’ হিসেবে চিহ্নিত। অথচ এই ‘সাইলেন্ট জোনে’ দিনের পর দিন পুলিশ কর্তৃপক্ষ কীভাবে মাইক বাজানোর অনুমতি প্রদান করছে, তা বোধগম্য নয়! এ প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ে গেল। পাকিস্তান আমলে একবার পিআইএর একটি বিমান বিকট শব্দ করে হাইকোর্টের ওপর দিয়ে উড়ে গিয়েছিল। বিমানের বিকট শব্দে আদালতের কাজ বিঘ্নিত হয়। তখন তৎকালীন প্রধান বিচারপতি বিমানমন্ত্রীকে আদালতে তলব করে হাইকোর্ট এলাকার ওপর দিয়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ দেন।
আশা করি, সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি আমলে নেবে।
মো. আলী হায়দার, ঢাকা।