গ্রামে ব্যাংকের শাখা

বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসে থাকেন কুমিল্লার মানুষ, তার মধ্যে দেবীদ্বারের মানুষই বোধ হয় বেশি। দেবীদ্বারের একটি অন্যতম প্রসিদ্ধ বাজারের নাম হলো এগারো গ্রাম বাজার। আশপাশের এগারোটি গ্রামকে এই বাজারের ওপর নির্ভর করতে হয় বলে এই বাজারের এ রকম নামকরণ হয়েছে। ব্রাহ্মণপাড়া আর দেবীদ্বার এই দুই উপজেলার যোগাযোগের সংযোগ হিসেবে বাজারটি আরও গুরুত্ববহ হয়ে উঠেছে। এই বাজারে প্রতিদিন সকালে হাট বসে। এ ছাড়া বাজারে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের যাতায়াত থাকে।

কিন্তু দুঃখের বিষয় হলো, এখানে কোনো ব্যাংকের শাখা নেই। ফলে প্রতিনিয়ত ক্রেতা-বিক্রেতাদের সমস্যায় পড়তে হচ্ছে। আশপাশের প্রবাসীদের পরিবার, চাকরিজীবীদের থাকতে হচ্ছে সর্বদা একটা আতঙ্ক নিয়ে। কেননা, তঁারা এখান থেকে বড় ধরনের লেনদেন করতে পারছেন না। ব্যাংকে টাকা উত্তোলন বা জমা করার জন্য উপজেলা সদর বা পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণপাড়া অথবা মুরাদনগরে যেতে হচ্ছে। ফলে ছিনতাইয়ের আতঙ্ক সব সময়ই থাকে। বেশ কিছুদিন আগে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পেনশনের টাকা হারিয়ে পথে বসেছেন। যেখানে এত টাকা লেনদেন হতে পারে, সেখানে ব্যাংক কেন শাখা খোলে না, তা আমাদের বোধগম্য নয়। 

মোহাম্মদ শরীফ

কুমিল্লা।