বৈষম্যহীন চিকিৎসা

চিকিৎসা হোক বৈষম্যহীন, সার্বক্ষণিক ও সুনিশ্চিত। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে মেয়েদের সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চিকিৎসা নেওয়ার ব্যাপারে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবি হলো আগের মতো শর্ত ছাড়াই সার্বক্ষণিক চিকিৎসাসেবা অব্যাহত রাখা। বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রতিনিয়ত লিঙ্গবৈষম্য কমিয়ে আনার কথা বলা হচ্ছে, সেখানে এ ধরনের সিদ্ধান্ত মোটেও গ্রহণযোগ্য নয়। যেখানে ছাত্র হলের শিক্ষার্থীরা কোনো শর্ত ছাড়া ২৪ ঘণ্টা চিকিৎসা পাবে, সেখানে শুধু ছাত্রী শিক্ষার্থী হওয়ার কারণে চিকিৎসাসেবা প্রাপ্তিতে সীমাবদ্ধতা কেন।

বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে প্রভোস্ট ও হাউস টিউটরের অনুমতি সাপেক্ষে মহিলা অ্যাটেনডেন্টকে সঙ্গে নিয়ে চিকিৎসাকেন্দ্রে যেতে হবে। নারী চিকিৎসক শুধু ছাত্রীদের ও পুরুষ চিকিৎসক ছাত্রদের চিকিৎসা দেবে—এমন ঘোষণা বিশ্ববিদ্যালয় চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তা ছাড়া এখানে নেই পর্যাপ্ত ও তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা। শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু ওষুধের বাইরে অন্য ওষুধ দেওয়া হয় না। কখনো কখনো সেই ওষুধ থাকে মেয়াদোত্তীর্ণ। তা ছাড়া চিকিৎসকদের ব্যবহার সন্তোষজনক নয়। তঁারা নামমাত্র চিকিৎসাসেবা দেন বলে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ। অবিলম্বে বৈষম্যহীন, সার্বক্ষণিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।

নাদিয়া রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।