মহাখালী বাস টার্মিনাল

রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালী বাস টার্মিনালটি যানজট এবং জনদুর্ভোগের প্রধান কারণ। তাই বর্তমান অবস্থান থেকে বাস টার্মিনালটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক। গত পবিত্র রমজান ও কোরবানির ঈদের আগে-পরে এবং প্রায় সময়ই টার্মিনালের ভেতরে নয়, রাস্তার ওপর শত শত বাস যেখানে-সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ক্ষেত্রে পুলিশের অবহেলা সত্যিই দুঃখজনক।
নগরের খুবই ব্যস্ততম রাস্তার পাশে অবস্থিত মহাখালী বাস টার্মিনালটি একেবারে বেমানান। এ ধরনের গুরুত্বপূর্ণ সড়কের পাশে টার্মিনালটি অবস্থানের কারণে যানবাহন, যাত্রী, পথচারী ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভীষণ কষ্ট ও দুর্ভোগে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বসহকারে ভেবে দেখা উচিত।
মাহবুব উদ্দিন চৌধুরী
বনানী, ঢাকা।