মানসিক চিকিৎসা

স্বাধীনতার ৪৬ বছরে বাংলাদেশ শিক্ষা, ক্রীড়াসহ সব দিক দিয়ে এগিয়ে গেলেও মানসিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে আছে। বর্তমান দেশে সোয়া দুই কোটি মানসিক রোগীর জন্য গুটিকয়েক হাসপাতাল আছে। মানসিক রোগীদের এই সংখ্যা দিন দিন কী হারে বাড়ছে তা স্টেশন, বাস টার্মিনাল কিংবা জনসমাগমের স্থানগুলোতে গেলেই বোঝা যায়। পরিবার-বিচ্ছিন্ন এই অসহায় মানুষগুলো চিকিৎসার অভাবে তঁাদের অনাগত দিনগুলো কাটিয়ে দিচ্ছেন অনাদরে-অবহেলায়।

তাঁদের সাহায্যার্থে দেশের কিছু বেসরকারি সংস্থা এগিয়ে এলেও তারাও হিমশিম খাচ্ছে। ফলে মানসিক স্বাস্থ্যের চিকিৎসার অবস্থা একেবারেই খারাপ। অন্য রোগের চিকিৎসা না হয় টাকা দিয়ে করা যায়। কিন্তু মানসিক রোগের চিকিৎসা টাকা দিলেও পাওয়া কষ্টকর। এই অবস্থায় দেশের বড় শহরগুলোতে মানসিক হাসপাতাল নির্মাণ করা দরকার।

আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।

মো. সাব্বির রহমান, দিনাজপুর।