শীতে কাঁপছে দেশ

শীতে কাঁপছে পুরো দেশ; বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের অবস্থা ভয়াবহ। দেশের এই অঞ্চলে প্রতিবছরই বেশি শীত পড়ে। আরেকটি জানা তথ্য পাঠক-বন্ধুদের মনে করিয়ে দিতে চাই, উত্তরাঞ্চলেই কিন্তু দেশের বেশির ভাগ গরিব মানুষ বাস করে। শ্রমজীবী এসব মানুষ প্রতিবছরই শীতে অসম্ভব কষ্ট ভোগ করে। এবারের অবস্থা আরও ভয়াবহ। হরতাল-অবরোধে কর্মহীন এসব মানুষের পেটে এক বেলা-দুবেলা ভাতই জুটছে না, শীতের গরম কাপড় তো তাদের কাছে বিলাসিতা! শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের কষ্ট বর্ণনাতীত। শীত কারও কাছে আসে ফ্যাশন আর মজার সময় হিসেবে, আবার সেই শীতই দেশের গরিব মানুষের জন্য আসে অভিশাপ হয়ে। শীত উপলক্ষে দেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া প্রতিবছরের মতো এবারও শীতসংখ্যা বের করবে, টেলিভিশন দেখাবে পিঠা উৎসব, নামীদামি হোটেলে হবে শীতের বিশেষ ফ্যাশন শো। এতে খরচ হবে
কোটি কোটি টাকা। আপত্তি করছি না তাতে, কিন্তু আবেদন রাখতে চাই—আসুন না, শীতার্ত গরিব মানুষের প্রতি একটু সদয় হই।
আমার-আপনার বিলাসিতা থেকে কিছু টাকা বাঁচাই। তাহলে হয়তো বা আমরা বাঁচাতে পারব কোনো শিশুকে নিউমোনিয়ার হাত থেকে অথবা কোনো বৃদ্ধ বা গর্ভবতী মাকে মৃত্যুর হাত থেকে।
মাহমুদুল হাসান
বগুড়া।