সরকারি ফার্মেসি

প্রায় দুই বছর আগে এক বড় ভাইকে সাপে কেটেছিল, শুধু দূরত্বের কারণে ওষুধ না পেয়ে মারা যায় সে। অবাক হয়ে জলজ্যান্ত মানুষটাকে মরতে দেখলাম!

কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, একজন একটা মূল্যবান ওষুধের খোঁজ চেয়ে স্ট্যাটাস দিয়েছেন। দুই দিনের মধ্যে ওষুধটি দরকার তঁার, কিন্তু দেশের বাইরে থেকে আনতে ১৫ দিন সময় লেগে যাবে। দেশের বড় বড় ফার্মেসিতে খুঁজেও ওষুধটি তিনি পাননি। 

এবার রাজশাহীতে প্রচুর সাপের আনাগোনা। মানুষ যেকোনো সময় বড় ধরনের বিপদে পড়তেই পারে। বিষাক্ত সাপে কামড় দিলে আধা
ঘণ্টা সময়ও পাওয়া যায় না অনেক সময়। সে ক্ষেত্রে মানুষ কীভাবে বহুদূরের মেডিকেল কলেজ হাসপাতালে যাবে!

প্রতিটি উপজেলায় সরকারি একটি ফার্মেসি থাকা খুব জরুরি। বিশেষ করে সাপের ভ্যাকসিন, জলাতঙ্ক রোগের টিকা এবং জনগুরুত্বপূর্ণ ওষুধ প্রচুর পরিমাণে থাকা দরকার।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এই ওষুধ না থাকলে জীবন বাঁচানো কঠিন। এতে যেমন মানুষের জীবন বাঁচবে, তেমনি সঠিক দামে মানসম্পন্ন ওষুধ পাওয়া সহজ হবে।

গ্রামাঞ্চলে মানসম্পন্ন ওষুধ পাওয়া যায় না। তাই এ ধরনের একটি ফার্মেসি উপজেলা পর্যায়ে মানুষের দারুণ উপকারে আসবে।

সাঈদ চৌধুরী

গাজীপুর।