স্থায়ী বাঁধ চাই

বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে ১০ বছরেও স্থায়ী বাঁধ নির্মাণ করেনি পানি উন্নয়ন বোর্ড। তাই স্বাভাবিক জোয়ারের থেকে পানি বাড়লেই প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বছরের পর বছর এমন ভোগান্তি পোহাচ্ছেন এ এলাকার মানুষ।

উল্লেখ্য, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়ার এ বাঁধটির বেশ কিছু অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এরপর নদীর ক্রমাগত ভাঙন বাঁধকে আরও জরাজীর্ণ করেছে। বাঁধসংলগ্ন অনেক পরিবার আজ ভিটেছাড়া। প্রতি মাসে অমাবস্যা ও পূর্ণিমার সময় নদীতে জোয়ারের পানি বাড়ে। লবণপানিতে বারবার প্লাবিত হওয়ায় জমির ফসল নষ্ট হয় প্রতিবার। সে সময় চার থেকে পাঁচ দিন ঘরবাড়ি, রাস্তাঘাট সবকিছু জোয়ারের পানিতে তলিয়ে থাকে। এতে বন্ধ হয়ে যায় রান্না-খাওয়া। দুর্ভোগের শেষ থাকে না এলাকাবাসীর। বর্ষা মৌসুমে মাঝেমধ্যে কিছু মেরামতের কাজ হলেও এলাকাবাসীর ভোগান্তি বিবেচনায় জরুরি ভিত্তিতে তেঁতুলবাড়িয়া গ্রামে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক।

জয় শংকর

তালতলী, বরগুনা।