কৃষি

কৃষি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। জাতীয় আয়ের দিক থেকে কৃষির অবদান তেমন বেশি না হলেও কর্মসংস্থানের প্রেক্ষাপটে এটি এখনো দেশের শীর্ষ খাত।

কিন্তু আমাদের কৃষক যেমন ফসলের ন্যায্য দাম পান না, তেমনি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হন। তাঁদের যেন কিছুই করার নেই, এটাই নিয়তি। শত শত বছর ধরে যেন এভাবেই চলছে। আমরা এখন নি¤ম্ন–মধ্যম আয়ের দেশ হয়েছি। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে কৃষকের জীবনমান উন্নয়নের বিকল্প নেই।

কিন্তু সেদিকে যেন আমাদের নজর নেই বললেই চলে। কৃষকদের সিন্ডিকেট নেই বলে আমরা তাঁদের পাত্তা দিই না। এমনকি ক্ষেত্রবিশেষে তাঁদের মানুষও মনে করি না।  এই মনোভাব না বদলালে আমাদের যেমন খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে না, তেমনি রাষ্ট্র হিসেবে মর্যাদাও বাড়বে না। আবার একসময় ভূমি সংস্কার নিয়ে কথা শোনা গেলেও এখন যেন তা হারিয়ে গেছে।

ফাইজুল ইসলাম

রাজশাহী।