ওভারপাস

গুলশান এখন ঢাকার সবচেয়ে ব্যস্ত এলাকার একটি। বিভিন্ন দূতাবাস ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এখানে অবস্থিত। কিন্তু সেই গুলশানও যানজটের কবলে পড়ে স্থবির হয়ে যায়। কখনো কখনো এমন হয় যে মহাখালী থেকে গুলশান ১ হয়ে ২-এ আসতে এক ঘণ্টা সময় লেগে যায়। এ ছাড়া নতুন বাজার ও বাড্ডা যেতেও অনেক সময় লাগে।

এই অবস্থায় গুলশান ১ নম্বর গোলচত্বরে যদি একটি ওভারপাস নির্মাণ করা যায়, তাহলে সেখানকার যানজট অনেকটাই নিরসন হবে বলে আশা করা যায়।

কূটনৈতিক পাড়া যানজটমুক্ত রাখা খুবই দরকার। একই সঙ্গে গুলশান এখন ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছে, তার জন্যও যানবাহনের গতি বাড়ানো প্রয়োজন।

তবে এ কথা শুধু গুলশান নয়, পুরো ঢাকার জন্যই প্রযোজ্য।

আরেফিন খান, ঢাকা।