ভোগান্তি

নানা কারণেই আজ বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের রোল মডেল। কিন্তু তারপরও এখনো দেশের অনেক কিছুই আমাদের নজরের বাইরে থেকে যাচ্ছে। মনে হয়, চাঁদপুর সদর উপজেলার ইচলি চৌরাস্তা থেকে ফরিদগঞ্জগামী ওয়াপদা রাস্তাটির বেহাল দশা দেখার কেউ নেই। চাঁদপুর শহরে প্রবেশ করার জন্য এ রাস্তাটিই একমাত্র পথ।
চাঁদপুরের দক্ষিণ-পূর্ব অঞ্চলের এ অংশের কোমলমতি ছাত্রছাত্রী, চাকরিজীবী, গুরুত্বপূর্ণ মালামালসহ অ্যাম্বুলেন্স এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। ফলে প্রায়ই এখানে ছোটবড় দুর্ঘটনা ঘটছে। রাস্তার পিচঢালা পথের তো দেখা মেলা ভার, তার ওপর রাস্তার ইট-সুরকি উঠে গিয়ে এমন দশা হয়েছে যে বৃষ্টি হলে মনে হয়, রাস্তার ওপর ছোট ছোট পুকুর তৈরি হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কর্তৃপক্ষ বিষয়টি জেনেও কী কারণে যেন নিশ্চুপ।
তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এ রাস্তাটির আশু সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করুন।
মোহাম্মদ রাজীব খান
চাঁদপুর।