খাল দখল ও জলাবদ্ধতা

রাজধানী ঢাকায় বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। এর মূল কারণ ড্রেন, ম্যানহোল ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত পানি প্রবাহিত হতে না পারা। যে স্থানে পানি প্রবাহিত হবে, সেই খালগুলো দখলের কারণে সরু হয়ে গেছে। ফলে পানি নামতে পারছে না।
লালবাগের বাগানবাড়ির খালটি দখল হয়ে ভরাট হয়ে গেছে। এই ভরাটের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শতভাগ দায়ী। কারণ, তারা এই খালে ময়লা-আবর্জনা ফেলে খালটি ভরাট করে ফেলেছে। আর স্থানীয় রাজনৈতিক নেতা ও ‘কাউয়ারা’ বিভিন্ন গ্যারেজ, কারখানা, দোকান বসিয়ে মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই খালের পাশে ৩০টির বেশি রাজনৈতিক কার্যালয় রয়েছে। মূলত এসব কার্যালয় থেকে এই ব্যবসা নিয়ন্ত্রিত হচ্ছে। একসময় এই খাল দিয়ে বড় বড় লঞ্চ ও নৌকা চলত। যদি এই খাল দখলমুক্ত ও পুনরায় খনন করা হয়, তবে পুরান ঢাকার মানুষের এবং কামরাঙ্গীরচর বাসিন্দাদের জলাবদ্ধতায় পড়তে হবে না।
মো. নাসির উদ্দিন
কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।