সড়কে মৃত্যুর মিছিল

রাজধানী ঢাকার মগবাজারে বাসের চাপায় সাইফুল ইসলাম রানা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
রাজধানী ঢাকার মগবাজারে বাসের চাপায় সাইফুল ইসলাম রানা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৩ আগস্ট। ছবি: আবদুস সালাম

ভাবতে গেলেই শিউরে উঠি,
কাঁদতে গেলেই বুঝতে পারি,
কবে শেষ হবে এই সংখ্যাটি,
কবে বন্ধ হবে মায়েদের আহাজারি।

সড়কে মৃত্যুর মিছিল
কিন্তু আমরা এখনো নিশ্চুপ।
কবে শেষ হবে এই দুঃখ নীল,
আর কত মায়ের শূন্য হবে বুক।

কত বাবা হারাবে তার প্রিয় সন্তান
বোনকে অসময়ে ছেড়ে যাবে তার ভাই,
কবে শেষ হবে সড়কে শত মৃত্যুর গান,
কেন এখনো, আমাদের বলতে হয় বিচার চাই।

পিচ ঢালা পথজুড়ে শুধু আজ রক্তের ছাপ,
বাতাসে আজ শুধু প্রিয়জন হারানোর হাহাকার,
তবু বসে আছি আমরা, হাত-পা গুটিয়ে চুপচাপ,
সড়কে মৃত্যুর মিছিল, শেষ হবে কবে আর।

দুই.

বকছ তুমি আবোল-তাবোল
জনগণের কথা দিচ্ছ নাতো আমল,
বন্ধ হবে এই ভাব হামবড়া,
যখন তুমি পড়বে ধরা।
হাসছ তুমি দাঁত-খিলিয়ে
প্রশ্ন যখন মৃত্যু নিয়ে।

দিচ্ছে তোমাদের সবাই গালি,
সড়ক জুড়ে তারুণ্যের ৱ্যালি।
সংস্কার করো সব সড়ক নীতি,
বন্ধ করো নোংরা রাজনীতি।

বুঝবে তোমরা, বুঝবে এবার,
পথ পাবে না কোথাও পালাবার,
সময় থাকতে করো সারেন্ডার,
ন্যায় আর ভালোবাসার কাছে মেনে নাও হার।

রাজপথে আজ নেমেছি আমরা সবাই, শোনো আমাদের দাবি,
ভুয়া লাইসেন্স নেওয়া কোনো চালকের হাতে উঠবে না আর গাড়ির চাবি।
আমরা ভাই, আমরা মা, আমরা বোন আর আমরাই বাবা,
শাস্তি দিয়ে রুখে দাও সব অন্যায়কারীর কালো থাবা।
...

নিপা দেবনাথ: শিজুওকা, জাপান।