হাতিরঝিলে গণপরিবহন

শুরুর দিকে কিছুদিন রিকশা চললেও হাতিরঝিলে এখন পর্যন্ত গণপরিবহন চলাচল করতে দেওয়া হয় না। ফলে আশপাশের মানুষের জন্য এটা তেমন কাজে আসছে না। তদুপরি, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কারণে হাতিরঝিল থেকে অনেক গাড়ি এখন মগবাজার দিয়ে না বেরিয়ে মধুবাগ হয়ে ওয়্যারলেস দিয়ে যাতায়াত করছে। ফলে মধুবাগে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, আর এ এলাকার মানুষের জন্য হাতিরঝিল হয়ে উঠেছে অভিশাপ।
গণপরিবহন চলাচল না করায় রামপুরা, মীরবাগ, মহানগর প্রকল্প, মধুবাগ প্রভৃতি এলাকার মানুষকে গুলশান, তেজগাঁও, কারওয়ান বাজার যেতে হলে হাঁটতে হয়, অথবা বহু পথ ঘুরে অনেক টাকা খরচ করে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হয় বা বাসে যেতে হয়। আর নির্মীয়মাণ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কারণে মৌচাক-মালিবাগ হয়ে মগবাজার-ইস্কাটন অভিমুখে যাতায়াত করা দুরূহ হয়ে উঠেছে। ফলে উল্লিখিত এলাকার মানুষকে মগবাজারের যানজট এড়িয়ে ঢাকার মধ্য ও পশ্চিমাঞ্চলে যেতে হলে সিএনজিচালিত অটোরিকশাযোগে হাতিরঝিল দিয়ে যেতে হচ্ছে, এটা যথেষ্ট ব্যয়বহুল।
এ অবস্থায় হাতিরঝিলে গণপরিবহন চলাচল করতে দেওয়া হোক, এতে এসব এলাকার লাখো মানুষ কিছুটা হলেও এ বিড়ম্বনা থেকে মুক্তি পাবে।

আবুল হোসেন, মধুবাগ, ঢাকা।