অনলাইনে আবেদন

আমি ২০০৮ সালে ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স পরীক্ষা দিয়ে অল্পের জন্য দ্বিতীয় বিভাগ না পেয়ে তৃতীয় বিভাগ পাই। এই তৃতীয় বিভাগ নিয়ে মাস্টার্সে ভর্তি হই। মাস্টার্সে পড়া অবস্থায় ২০০৯ সালে অনার্স শেষ পর্ব পরীক্ষায় (মানোন্নয়ন) দিয়ে পুনরায় দ্বিতীয় বিভাগ পাই। কিন্তু মাস্টার্স একই সাল অর্থাৎ ২০০৯ সালে, পরীক্ষা পড়ে যাওয়ায় সেই পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হই। কিন্তু বিসিএস ও প্রাইমারিতে অনলাইনে আবেদন করতে গিয়ে অনার্স ও মাস্টার্সের পাসের বছর একই হওয়ায় আর সাবমিট হয় না। এতে করে শুধু অনার্সের রেজাল্ট নিয়ে আবেদন করতে হয়। কিন্তু মাস্টার্সের রেজাল্ট দেওয়া যায় না।
অবশ্যই ৩৪তম বিসিএসে প্রিলিমিনারিতে টিকে আছি। কিন্তু সনদ শুধু অনার্সের পাঠাব, নাকি মাস্টার্সের সনদসহ পাঠাব, এই দ্বিধাদ্বন্দ্বে আছি। এ সমস্যায় আরও কোনো কোনো পরীক্ষার্থী পড়তে পারেন।
এ জন্য পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ‘অনলাইনে আবেদনজনিত সমস্যা’ সমাধান করার জন্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সরকারি সব প্রতিষ্ঠানে অনলাইনভিত্তিক আবেদনের ব্যবস্থা নেওয়ার জন্য।
জাহিদা খাতুন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।