স্কুলের বাথরুম

পত্রলেখকের কন্যাশিশু চট্টগ্রাম কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। দুই বছর ধরে আমার এই স্কুলে যাতায়াত। একদিন স্কুলের বাথরুমে গেলে (গ্রাউন্ড ফ্লোর বা প্রথম তলার দক্ষিণ পাশে) দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সেখানে নিঃশ্বাস নেওয়াই দায়। 
এরূপ অস্বাস্থ্যকর পরিবেশ যে স্কুলে রয়েছে, সেখানে কী পড়াশোনা হয়, তা আমার বোধগম্য নয়। টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও শিক্ষার অন্তর্ভুক্ত। তার পরও সেখানে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা আছে কি না, তাও কখনো চোখে পড়েনি। এই পরিবেশের কারণে শিক্ষার্থীরা গুরুতর রোগে আক্রান্ত হলে তার দায় কে নেবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, দয়া করে এ স্কুল পরিদর্শন করুন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। নইলে মারাত্মক রোগব্যাধির প্রকোপ সৃষ্টি হতে পারে।
আবদুল হামিদ
চট্টগ্রাম।