প্যানেল শিক্ষক

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির ৩ নম্বর ক্রমিকে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ফলে নিজ ইউনিয়নে পদ শূন্য না থাকা বা নারী কোটা পূরণ বাধ্যতামূলক থাকায় মেধাতালিকার শীর্ষ মেধাবীরা শিক্ষক নিয়োগ লাভ থেকে বঞ্চিত হয়। ইউনিয়নভিত্তিক নিয়োগ দেওয়ার ফলে মেধাতালিকায় অনেক পরে থেকেও তারা নিয়োগ পান। তাই উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়মে শিক্ষক নিয়োগ করা হয়, ঠিক একই নিয়মে প্যানেলভুক্ত শিক্ষকদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। সে কারণে রেজিস্টার্ড বেসকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এই ‘প্যানেলভুক্ত’ শিক্ষক নিয়োগে বাধা নয়। মানবিক কারণেই চাকরিতে প্রবেশের বয়স শেষ হওয়া শিক্ষিত বেকার, হতাশাগ্রস্ত, অবহেলিত, দুঃখ-কষ্টের যাতনায় পিষ্ট প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া উচিত।
মো. আতিকুর রহমান
বগুড়া।