বিদ্যুতের মিটার পরিবর্তন

রাজধানীর হাজারীবাগ থানাসংলগ্ন গজমহল এলাকা। এখানে বিদ্যুতের প্রায় এক হাজার গ্রাহক রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, নতুন বিদ্যুৎ মিটার পরিদর্শক আসার পর থেকে অধিকাংশ বিদ্যুৎ গ্রাহককে নতুন মিটার নিতে বাধ্য করছেন। জনৈক ব্যক্তি ওই পরিদর্শকের নির্দেশে এক মাসে পরিবর্তন করেন। আর ওই মিটারগুলো বিদ্যুৎ অফিস থেকে গ্রাহক ক্রয় করে। দেড় মাস যেতে না-যেতে ওই বিদ্যুৎ পরিদর্শক তাঁকে আবার মিটার পরিবর্তনের নির্দেশ দেন। কারণ হিসেবে জানান, মিটারে ত্রুটি রয়েছে।

ওই পরিদর্শকের মিটার লাগানোর ফলে গ্রাহকের অতিরিক্ত বিল আসছে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এ বিষয় কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

মো. ইসমাইল হোসেন

গজমহল, হাজারীবাগ, ঢাকা।