সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর ১৩ নম্বর সেকশনের প্রতিটি বাড়ির পেছনের সুয়ারেজ লাইনগুলো দীর্ঘদিন পরিস্কার না করার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় প্রতিদিন কারও না কারও বাড়ির বাথরুমের পানি সরতে না পেরে উপচে বাড়ির ভেতরে প্রবেশ করছে। এক বছর আগেও মাসে একবার হলেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দেখা পাওয়া যেত। কিন্তু এখন দৈনিক মজুরি পাওয়া সেই পরিচ্ছন্নতাকর্মীদের দেখা যায় না। তা হলে কি আমরা ধরে নেব যে এই পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দ বন্ধ হয়ে গেছে? যার কারণে তাদের আর সুয়ারেজ লাইন পরিষ্কার করা তো দূরের কথা, রাস্তাঘাট ঝাড়ু দিতেও দেখা যায় না?
আসছে বর্ষায় এসব সুয়ারেজ লাইন পুরোপুরি ভরে গিয়ে পুরো এলাকা ময়লা-আবর্জনায় ভরে যাবে। আমাদের প্রশ্ন পরিচ্ছন্নতাকর্মী নামক কোনো পদ কি আছে? যদিও আমরা প্রতিবছর পৌরকর দিয়ে থাকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শেখ নিজাম উদ্দিন, মিরপুর–১৩, ঢাকা।