এইচএসসি পরীক্ষা

হরতাল-অবরোধের মধ্যে সারা দেশে চলছে এসএসসি পরীক্ষা। এর মধ্যেই শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। হরতাল-অবরোধের কারণে এসএসসি পরীক্ষার সময়সূচিতে কী পরিমাণ বিপর্যয় নেমে এসেছে, তা আমরা সবাই দেখছি। দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে এক বিষয়ের আর পরীক্ষা হচ্ছে আরেক বিষয়ে। কোনো কোনো দিন পরীক্ষার আগের রাতে জানতে পারছে যে পরের দিন পরীক্ষা হবে না। এ কারণে প্রস্তুতি নিতে অনেক সমস্যা হচ্ছে।
এ অবস্থার মধ্যে এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করলে একই সমস্যার সৃষ্টি হতে পারে। এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এর ফলাফলের ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করে।
দেশের যে অবস্থা, তাতে কবে নাগাদ এই অচলাবস্থার অবসান হবে, তা আমরা কেউ জানি না।
তাই বলে পরীক্ষা তো আর বন্ধ রাখা যাবে না। ওই সময় যদি হরতাল–অবরোধ থাকে, তাহলে যেন শুধু শুক্র ও শনিবার পরীক্ষা নেওয়া হয়।
এতে শিক্ষার্থীরা অন্তত জানতে পারবে, কোন দিন কোন পরীক্ষা হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে। শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শুধু শুক্র ও শনিবার পরীক্ষা নেওয়া হোক।
এস এম রুবেল আহমেদ
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।