চিন্তা-ভাবনা করে পা ফেলতে হবে

এমাজউদ্দীন আহমদ
এমাজউদ্দীন আহমদ

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন সব সময়ই নিয়ামক বিষয়। নির্বাচনী কর্মকাণ্ডের মাধ্যমে সরকার ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা জনগণের কাছে স্পষ্ট হয়। নির্বাচন কমিশনকে জনগণের সামনে জবাবদিহি করতে হয়। তাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটা মতবিনিময় হয়ে যায়। এর প্রভাব গণতান্ত্রিক রাজনীতিতে অত্যন্ত গভীর।
এই সময় সরকার, বিরোধী দল নির্বিশেষে সবাইকে ধৈর্য, সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে চিন্তা-ভাবনা করে পা ফেলতে হবে। রাজনৈতিক সমস্যা সমাধানে অন্য কোনো দিকে তাকিয়ে থাকলে কোনো ফল হবে না। সমাধান করতে হবে নিজেদেরই। এখন সিটি করপোরেশনের নির্বাচনটা যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তাহলে রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে অনেক কিছু এগোবে।
এমাজউদ্দীন আহমদ: সাবেক উপাচার্য ও শত নাগরিক কমিটির আহ্বায়ক