প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি

প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। এটি শিক্ষার প্রথম স্তর। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাই এ স্তরকে মজবুত করার দায়িত্বে নিয়োজিত। প্রাথমিক বিদ্যালয়ে আজ সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষকের ছড়াছড়ি, কিন্তু এই শিক্ষকদের হতাশার কারণ হচ্ছে পদোন্নতি। চাকরিজীবনে একটি মাত্র পদোন্নতি পান তাঁরা, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক।
কিন্তু ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। এ অবস্থায় ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে গ্রেডেশন তালিকা তৈরিপূর্বক জ্যেষ্ঠতাভিত্তিক শিক্ষকদের দরখাস্ত, পাঁচ বছরের গোপনীয় প্রতিবেদন, নিয়োগপত্র, যোগদানপত্র, ছবি ইত্যাদি কাগজপত্র অধিদপ্তরে পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত এর কোনো ফলাফল আমরা দেখিনি।
এ কারণে প্রাথমিক শিক্ষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় ২০-২৫টি প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।
মো. রাশেদুল আলম, গোপালগঞ্জ।