শিক্ষকদের পদোন্নতি

১৯৯৮ সালে জেলা পর্যায়ে ১৮টি মহিলা কলেজকে জাতীয়করণ করা হয়। কিন্তু সেই কলেজের শিক্ষক ও শিক্ষিকাদের চাকরি স্থায়ী হয়নি, ফলে তাঁদের পদোন্নতিও হয় না। এই ১৮টি কলেজ জাতীয়করণের সময় আমাদের প্রভাষক পদে আত্তীকরণ করা হয়েছিল। আমাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন চাকরি করে প্রভাষক হিসেবেই অবসর গ্রহণ করেছেন।
আমরা যাঁরা এখনো চাকরি করছি, তাঁদেরও প্রায় সবার বয়স ইতিমধ্যে ৫০ অতিক্রম করেছে। অথচ আবেদন করা সত্ত্বেও আমাদের চাকরি স্থায়ীকরণ হচ্ছে না। ফলে আমাদেরও পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাদের মধ্যে যাঁদের বয়স ইতিমধ্যে ৫০ বছর অতিক্রম করেছে, তাঁদের চাকরি স্থায়ীকরণ করে পদোন্নতির ব্যবস্থা করা হলে চাকরিজীবনের শেষ পর্যায়ে এসে আমরা হয়তো কিছুটা পদমর্যাদা নিয়ে অবসর নিতে পারব। কাজেই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোজাম্মেল হোসেন, লালমনিরহাট।