ন্যাশনাল সার্ভিস

বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণ ও যুবশক্তিকে কাজে লাগানোর জন্য চালু করেছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। এই কর্মসূচির আওতায় একদিকে বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান হচ্ছে, ফলে তাঁরা কিছুটা হলেও স্বাবলম্বী হচ্ছেন।
গত ১ এপ্রিল থেকে নাটোরের সিংড়ায় এই কর্মসূচির আওতায় প্রায় ১ হাজার ৬০০ বেকার যুবক ও নারী প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাঁরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দুই বছরের জন্য নিয়োগ পাবেন।
কিন্তু দুঃখের বিষয়, ন্যাশনাল সার্ভিসের বেতন মাত্র পাঁচ হাজার টাকা, এটা খুবই কম। নবম পে-স্কেলের আলোকে এই ন্যাশনাল সার্ভিসের বেতন ৬০ শতাংশ বাড়ানো হলে বেকার যুবক ও নারীরা একটু স্বস্তিতে জীবন যাপন করতে পারবেন। অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করছি।
দিলরুবা রিজওয়ানা, নাটোর।