কার্যকর ইউনিয়ন পরিষদ

বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর মধ্যে সবচেয়ে পুরোনো ও অধিকতর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। দেশের শতকরা ৮৫ ভাগ লোকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পুরোনো প্রতিষ্ঠান থেকে সেবা পেয়ে থাকে। নানা ধরনের উন্নয়নমূলক কাজ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সেবা প্রদান থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ করে থাকে ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদে কাজের পরিধি উত্তরোত্তর বাড়ছে, কিন্তু বাড়ছে না এর প্রয়োজনীয় জনবল। ইউনিয়ন পরিষদের নানামুখী কাজ একজন ইউপি সচিবের পক্ষে সুষ্ঠুভাবে করা প্রায় দুঃসাধ্য। ইউপি আইন ২০০৯ অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন হিসাব সহকারী থাকার কথা থাকলেও তা কার্যকর করার উদ্যোগ নেই।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কাঠামোকে শক্তিশালী করার কথা প্রায়ই শোনা গেলেও ইউনিয়ন পরিষদের জনবল সমস্যার কারণে স্থানীয় সরকার অনেকাংশেই দুর্বল হয়ে রয়েছে। এটি কার্যকর করতে প্রয়োজনীয়সংখ্যক জনবল নিয়োগ করা প্রয়োজন।
মো. মাজহারুল ইসলাম
গোলাপগঞ্জ, দিনাজপুর।