খেলাপি ঋণ আদায় হোক

আওয়ামী লীগ সরকার গঠন করার পর দেশে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণ বেড়েছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন। ২০০৯ সালে দেশে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি ৪১ লাখ টাকা, গত ছয় বছর পরে সেই খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৫৭ কোটি ৬৯ লাখ টাকা।
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক–গুলোতেই ঋণখেলাপি হয়েছে সবচেয়ে বেশি। অথচ হল-মার্ক কেলেঙ্কারির মতো ঘটনার পর সোনালী ব্যাংকের শীর্ষ ব্যক্তিদের মধ্যে কাউকেই গ্রেপ্তার করা হলো না। সে টাকা উদ্ধারেও সরকারের জোর চেষ্টা নেই, যদিও হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এখনো কারাগারে। মনে হয়, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো সৃষ্টিই করা হয়েছে লুটপাট করতে দেওয়ার জন্য।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো পরিচালনা করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ। আর বেসরকারি ব্যাংকগুলো নজরদারি করে বাংলাদেশ ব্যাংক। সেটি হওয়া উচিত নয়। এসব টাকা উদ্ধার করতে হবে। আমরা আমাদের টাকা এভাবে কাউকে লুট করতে দিতে চাই না।
মনির খান, ব্যবসায়ী, ঢাকা।