চার লেন সড়ক চাই

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে লালমাই-লাকসাম-মাইজদী সড়ক, তথা নোয়াখালী-কুমিল্লা সড়ক। আঞ্চলিক মহাসড়ক নামে পরিচিত নোয়াখালী-কুমিল্লা সড়কটি দিয়ে প্রায় এক কোটি মানুষ এখন চলাচল করে। এত গুরুত্বপূর্ণ সড়কটি এখনো আঞ্চলিক মহাসড়ক। সড়কটির বিভিন্ন স্থানের প্রশস্ততা ১৮ ফুট, স্থানে স্থানে কিনার ভাঙা ও অমসৃণ হওয়ায় এ সড়কে বড় বড় বাস-ট্রাক অনেক ঝুঁকি নিয়ে চলাচল করে।
নোয়াখালী-কুমিল্লা সড়কটিকে চার লেনে উন্নীত করা গেলে খুলনা, বরিশাল, ভোলা অঞ্চলে আসা যানবাহনগুলো খুব সহজেই নোয়াখালী-কুমিল্লা সড়ক হয়ে ঢাকা-সিলেট অঞ্চলে যাতায়াত করতে সক্ষম হবে। এতে করে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সহজ সড়ক যোগাযোগ সহজ হবে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে।
আবদুল্লাহ আল মারুফ, নোয়াখালী।