শিশুদের প্রতি হিংস্রতা নয়

দেশের বিভিন্ন স্থানে শিশুরা নির্মমতার শিকার হচ্ছে। এতে আমরা গভীরভাবে মর্মাহত, ব্যথিত। শিশুদের প্রতিকূলতা থেকে রক্ষা করা বড়দের দায়িত্ব। তা না করে আমরা আমাদের শিশুদের মারধর করি।
যেসব শিশু কাজে সহায়তা করে, তাদের আমরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করি, নির্যাতনে তারা প্রাণও হারায়। এই আদিম হিংস্রতা মেনে নেওয়া যায় না। আমাদের শিশুরা কোথাও নিরাপদ নয়। মানুষের প্রতি মানুষের অমানবিকতা অনেক কষ্টের জন্ম দেয়। আমরা শিশু বা কোনো মানুষের প্রতি অমানবিক হতে চাই না, কোনো মাকে, কোনো স্বজনকে কাঁদাতে চাই না। কোনো শিশুকে শারীরিক নির্যাতন করার আগে আমরা নিজের সন্তানের কথা ভাবব, আমরা মনে করব, এই শিশুটি আমার, আমার স্বজনের, আমার আত্মীয়ের।
মানুষ হিসেবে আমাদের বিবেক জাগ্রত হোক। আসুন, আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় দেশকে শিশুদের বসবাসের যোগ্য করতে চেষ্টা করি। তারাই মানবতার ভবিষ্যৎ। তাই আমাদের দায়িত্ব হচ্ছে, পরবর্তী প্রজন্ম হিসেবে শিশুদের গড়ে তোলা।
অধ্যাপক তাহমীমা বেগম
শিশুরোগ বিশেষজ্ঞ, ঢাকা।