সাইকেল পার্কিং

রাস্তায় যানজটের কথা চিন্তা করে বাহন হিসেবে বাইসাইকেল বেছে নিয়েছি। সাইকেল পার্কিং নিয়ে কোথাও তেমন সমস্যায় পড়তে না হলেও এলিফ্যান্ট রোডের একটি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে সাইকেল পার্কিং নিষিদ্ধ! কারণ জানতে চাইলে তাঁরা কোনো সদুত্তর না দিয়েই জানালেন, সাইকেল রাখতে চাইলে পাশের শপিং মল বা রাস্তার ওপর কোথাও রাখেন। প্রতিবাদ করেও লাভ হলো না, তারা সাইকেল বাইরে রাখার জন্য পীড়াপীড়ি শুরু করলেন!

দ্রুত গন্তব্যে পৌঁছানো ও যানজট এড়ানো—এই দুটি বিবেচনায় যখন রাজধানীসহ সারা দেশে দ্রুতই বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, ঠিক এই সময় একটি মার্কেটের এমন অযৌক্তিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আশা করি, সব মার্কেট কর্তৃপক্ষই বিষয়টি ভেবে দেখবে।
মো. রাসেল হোসেন
ফিন্যান্স বিভাগ, ঢাবি।