গ্যাস-বিদ্যুতের সমস্যা থাকছে না, বিনিয়োগ বাড়বেই

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত
দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী। আলোচনায় এসেছে রাজনীতির গতি-প্রকৃতিও। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও ফখর্ুল ইসলাম।

প্রথম আলো : অর্থনীতি যেভাবে বড় হচ্ছে, সে তুলনায় বিনিয়োগ বাড়ছে না কেন?

প্রথম আলো : তাহলে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার কী করছে?

প্রথম আলো : সোনাদিয়ায় তো গভীর সমুদ্রবন্দর করার কথা ছিল?

প্রথম আলো : সোনাদিয়াকে আমরা বড় করছি না কেন? চীন তো বিনিয়োগে রাজি ছিল।

প্রথম আলো : বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতাও তো আছে। আপনি মন্ত্রী হয়ে সেটি কতটা কমাতে পেরেছেন?

প্রথম আলো : গ্যাস-বিদ্যুতের বাইরে বেসরকারি বিনিয়োগে গতি আনতে আশু পদক্ষেপ কী নেওয়া হচ্ছে?

প্রথম আলো : চা-বাগানের জমি নিয়ে যে গন্ডগোল হচ্ছে!

প্রথম আলো : আপনি বলছেন, কোরিয়ার বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে পিপিপিতে (সরকারি-বেসরকারি অংশীদারি)। দৃশ্যমান কিছু আছে কি?

প্রথম আলো : চট্টগ্রাম ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কোরিয়ার বড় বিনিয়োগ তো আছে।

প্রথম আলো : পিপিপির মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের কথা অনেক দিন ধরেই বলে আসছেন। বাস্তবে কী ঘটছে?

প্রথম আলো : প্রতিবছর বাজেটে অর্থ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা থাকে, তা অর্জিত হয় না।

প্রথম আলো : ক্ষমতার বাইরে থাকতে আপনি দুর্নীতির বিরুদ্ধে জোরালো বক্তব্য দিতেন। কিন্তু গত সাত বছরে আপনারা এমন কোনো পদক্ষেপ কি নিয়েছেন, যাতে দুর্নীতি কমতে পারে?

প্রথম আলো : সরকারি চাকরিতে যাঁরা যোগ দেন, ওই সময়ই যদি এমন কোনো ফরম পূরণের ব্যবস্থা রাখা যায়, তাঁর সম্পদ কত? আর অবসরে যাওয়ার সময় যদি পুরো সম্পদের হিসাব আবার নেওয়া হয়, সেটি দুর্নীতি কমাতে ভূমিকা রাখতে পারত।

প্রথম আলো : সেটা না হয় অবৈধ উপায়ে কেউ সম্পদ করলে ধরা সহজ হবে। কিন্তু সরকারি বিনিয়োগে দুর্নীতি ও সিস্টেম লস কীভাবে কমিয়ে আনবেন?

প্রথম আলো : সেটা না হয় ১২ লাখের জন্য করলেন, গোটা জাতির কী হবে?

প্রথম আলো : প্রতিবছর আপনি সম্পদের বিবরণী দিচ্ছেন। অন্য মন্ত্রীরা দিলেন না কেন? 

প্রথম আলো : আপনি যে দিলেন, এটা মন্ত্রিসভায় আলোচনা হয়েছে?

প্রথম আলো : অর্থনীতির সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। গত বছরের প্রথম তিন মাস যেমন জ্বালাও-পোড়াও হলো, জানুয়ারি এলেই তো একধরনের অস্থিরতা দেখা দেয়।

প্রথম আলো : ধরে নিলাম, হবে না। কিন্তু সমঝোতার পথ কী? গণতান্ত্রিক কাঠামোয় তো সবাইকে নিয়ে চলতে হয়।

প্রথম আলো : তাঁদের তো জনসমর্থন আছে। বিএনপি ধ্বংসাত্মক কর্মসূচি নিলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

প্রথম আলো : আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে?

প্রথম আলো : খালেদা জিয়া যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকতেন, আর যদি ৫ জানুয়ারির মতো নির্বাচন হতো, আপনারা কি যেতেন?

প্রথম আলো : নতুন বছরের চ্যালেঞ্জটা কী?

প্রথম আলো : উভয়ের?

প্রথম আলো : সামনে কোন বাংলাদেশ দেখতে পান?

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ