এটিএম জালিয়াতি

দেশে একশ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন ও আতঙ্কিত। এ ধরনের কার্ড জালিয়াতি চক্রের সঙ্গে বিদেশিদের পাশাপাশি দেশের বিভিন্ন ব্যাংকের লোকজন জড়িত দেখে আমরা হতভম্ব। তারা ইতিমধ্যে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
ডিজিটাল জালিয়াতির পর এটিএম বুথ থেকে ডাকাতি করে টাকা লুট করার ঘটনাও আমরা শুনলাম। ফলে এখন থেকে দেশের প্রতিটি ব্যাংক এমনকি বাংলাদেশ ব্যাংককে আরও সচেতন হতে হবে, কেউ যেন আর এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করতে না পারে। বিষয়টি গ্রাহকদের জন্য উদ্বেগজনক। একই সঙ্গে, এটিএম বুথের নিরাপত্তাও বাড়াতে হবে। ব্যাংক থেকে অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করতে হবে। আশা করি, সরকার এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে।
মাহবুবউদ্দিন চৌধুরী, ঢাকা।