আমাদের বিএসএমএমইউ

গত অক্টোবর মাসের শুরুতে কানের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাক-কান-গলা বহির্বিভাগে ভাগিনাকে নিয়ে গেলাম দেখাতে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক সিদ্ধান্ত দিলেন দ্রুত অপারেশন করাতে হবে। তাই এই মুহূর্তে ভর্তি করানোর পরামর্শ দিয়ে নাক-কান গলা বিভাগে প্রেরণ করলেন। 
যথারীতি উক্ত বিভাগে কাগজপত্র জমা দেওয়ার পর কর্তব্যরত ব্যক্তি আজ, কাল পরশু করে এক মাস হয়ে গেলেও রোগী ভর্তির কোনো ব্যবস্থা করতে পারলেন না। অতঃপর এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে এক মাস পর নভেম্বরের শেষ দিকে ভর্তি করানো হলো। যেখানে বহির্বিভাগের অধ্যাপকেরা এক সপ্তাহের মধ্যে অপারেশন করাতে বললেন, সেখানে হাসপাতালে ভর্তির জন্য সিট পেতে লেগে গেল এক মাস। তারপর সিট পাওয়ার পর ভাবলাম এবার রক্ষা হলো। কিন্তু তা হলো না, অপারেশনের তারিখ পেতে পেতে কেটে গেল ১০ দিন কিন্তু অপারেশনের তারিখ পাওয়া গেল না। অতঃপর ১ ডিসেম্বর অপারেশনের তারিখ নির্ধারণ করা হলো। রোগীকে যেহেতু কানের অপারেশন, তাই তার চুল কাটিয়ে সকালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অপারেশন থিয়েটারে বসিয়ে রেখে চিকিৎসক বললেন, ‘যাও, দুপুরের খাবার খেয়ে আসো। আজ আর তোমার অপারেশন করানো মনে হয় যাচ্ছে না। আগামী দু-এক দিনের মধ্যে দেখি অপারেশন করানো যায় কি না।’
আমাদের দুরবস্থা দেখে এক আয়া বলল, ‘ভাইজান, আপনারা মনে হয় টাকাপয়সা খরচ করছেন না, তাই এ সমস্যা।’ এখন আমার কথা হলো, দেশের সেরা চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা করাতে এসে যদি এ অবস্থা হয়, তাহলো আমরা কোথায় যাব।
আলমগীর হোসেন, কেরানীগঞ্জ।