default-image

পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে পরিবেশগত ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই-বাছাই ছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে একটি প্রকল্প নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এখন খোদ সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি অত্যন্ত জটিল এবং তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। ঢাকার প্রতি কেজি বর্জ্যে ৬০০ কিলোক্যালরি ক্যালিরিফক ভ্যালু থাকে। অথচ এক হাজার কিলোক্যালরি না হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়।

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০১৩ সালে ইতালীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু সে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। বর্জ্যের ব্যবস্থাপনা করা সিটি করপোরেশনের জন্য অতীব জরুরি। বর্জ্যের ব্যবস্থাপনা পরিবেশের উন্নতির জন্যই দরকার। তাই ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন না করে বায়োগ্যাস উৎপাদনই সঠিক হবে। বায়োগ্যাসের উৎপাদনের সঙ্গে সঙ্গে কম্পোস্ট সার পাওয়া যায়। সুতরাং বায়োগ্যাস উৎপাদনের চিন্তাভাবনা করুন।

মো. জাকিরুল আলম

১৬ নতুন বাজার

ময়মনসিংহ সদর

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0