বিয়ের বয়স

সম্প্রতি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬-এর যে খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে, তাতে মেয়েদের বিয়ের নূ্যনতম বয়স আঠারো বছরই থাকছে। তবে বিশেষ ক্ষেত্রে সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং মা-বাবার সম্মতিতে ষোল বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া যাবে। 

এই প্রসঙ্গে দুটি কথা বলতে চাই। গ্রামে ছয় বছরের আগে কোনো ছেলেমেয়ে স্কুলে ভর্তি হয় না। কোনো ক্লাসে তাদের দুবার পড়তে না হলে তারা পনেরো বছরে এসএসসি এবং আঠারো বছরে এইচএসসি পাস করে। বর্তমানে সরকার শিক্ষার এত সুযোগ করে দিয়েছে, যেখানে বিনা বেতনে ছেলেমেয়েরা পড়ছে। যাতে তারা শিক্ষায় স্বনির্ভর হতে পারে।

সারা দেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, বেড়েছে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, এত সুযোগ থাকা সত্ত্বেও একটি আঠারো বছরের মেয়েকে বিয়ে না দেওয়াই উত্তম। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু সেটা করতে না পেরে সরকার আইনের মধ্যে যে শৈথিল্য রাখল, তা মোটেও কাঙ্ক্ষিত নয়। আশ করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।

নূরজাহান আহমেদ, যশোর।