বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশের জনপ্রতিনিধিদের শিক্ষিত হওয়া আবশ্যক। নির্বাচন কমিশন অনেক কিছুতেই পরিবর্তন এনেছে। এখন থেকে স্থানীয় নির্বাচনগুলোও দলীয় প্রতীকে হবে।
দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের জনপ্রতিনিধি হওয়ার জন্য ইসির অনেক শর্ত থাকলেও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো শর্ত আছে কি না, তা আমরা জানি না। একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য, দেশকে উন্নত থেকে উন্নততর করার জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া খুবই প্রয়োজন। এ প্রয়োজনীয়তাকে অনুভব করে ইসির কাছে আমাদের বিনীতভাবে আবেদন, কমিশনার পদে প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি, ইউপি চেয়ারম্যান এসএসসি, উপজেলা চেয়ারম্যান এইচএসসি এবং সংসদ সদস্য প্রার্থীদের যোগ্যতা অনার্স-মাস্টার্স হওয়া আবশ্যক।
দেশের উন্নয়ন, অগ্রগতি ও প্রগতির জন্য এর বিশেষ প্রয়োজন রয়েছে।
আবদুল মুকিত
শিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজ।