সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতনের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। নির্যাতনের কারণে অনেক শিশু মৃত্যুবরণ করেছে। ঠিক এই সময় বাংলা ব্যান্ড গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আনুশেহ আনাদিল শুধু শিশুদের জন্য ৫০টি বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন। তাঁর প্রতিষ্ঠান যাত্রা এই উদ্যোগ নিয়েছে। এ ছাড়া তাঁর এই প্রতিষ্ঠান নিয়মিতভাবে শিশুদের জন্য ‘বর্ণমেলা’ নামে একটি মেলার আয়োজন করে।
শিশুদের প্রতি তাঁর এই মানবিক দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ড অবশ্যই প্রশংসার দাবিদার। আমাদের সবার উচিত, যার যার অবস্থান থেকে শিশুদের প্রতি সদয় হওয়া এবং একটি শিশুবান্ধব পৃথিবী গড়ে তুলতে সাহায্য করা। ভয়ভীতি ও নির্যাতনের মধ্যে একটি শিশু বেড়ে উঠলে সে কখনোই সুস্থ ও পরিপূর্ণ মানুষ হতে পারবে না।
কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিলের মতো বিভিন্ন পর্যায়ের আরও মানুষকে এগিয়ে আসতে হবে এবং শিশুদের জন্য নানা ইতিবাচক কার্যক্রম গ্রহণ করতে হবে। কারণ, আজকের শিশুই আগামী দিনের জাতির কর্ণধার।
মো. আরিফুর রহমান, ঢাকা।