বর্তমানে বাংলাদেশে কিছু কিছু অমানবিক ঘটনা ঘটছে, যা আমাদের মর্মকে পীড়িত করছে। তার মধ্যে শিশুহত্যা ও শিশু অপহরণ অন্যতম। যে শিশুরা ফুলের মতো আমাদের জীবনকে সুরভিত করে তোলে, সেই শিশুদের নিষ্ঠুরভাবে হত্যা করছে দুর্বৃত্তরা, যেটা প্রত্যেক বাবা-মা, প্রতিটি পরিবারের জন্য বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে।
রাজন, রাকিবদের হত্যার বিচার শেষ হতে না হতে আবারও কত মায়ের বুক খালি করে দিল দুর্বৃত্তরা। ধামরাইয়ের দুই শিশু, মুন্সিগঞ্জের মাদ্রাসা পড়ুয়া শিশু, রংপুরে এক শিশুর বস্তাবন্দী লাশ ও কেরানীগঞ্জের ড্রামের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার হলো। এসব হত্যাকাণ্ড আমাদের মনকে ক্ষতবিক্ষত করে তুলেছে। এক্ষুনি এসব নরপিশাচদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে আমাদের শুভবুদ্ধিও জাগ্রত করতে হবে, তার জন্য চাই যথাযথ শিক্ষা। এর সঙ্গে লোভ সংবরণও করতে হবে। কারণ, শুধু শাস্তি দিয়ে অপরাধ দমন করা সম্ভব নয়। আমরা চাই, এই পৃথিবী হোক শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল।
সিদ্দিকা ফেরদৌস, শিক্ষক, গাইবান্ধা।