বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যান। বাংলাদেশ থেকে সৌদি আরবমুখী হজযাত্রীদের চাপ প্রতিবছর কতটা প্রকট আকার ধারণ করে, সেটা কমবেশি সবাই আমরা জানি। এ বছরেও ভিসা জটিলতা ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে অনেক হজযাত্রী নির্ধারিত সময়ে বিমানে উঠতে পারছেন না। সেই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ধর্ম মন্ত্রণালয়ের অদক্ষতা ও সমন্বয়হীনতার বিষয়টিও আমাদের সামনে চলে আসে। সারা দেশে যত্রতত্রভাবে হজ এজেন্সির অনুমোদন দেওয়া হয়। কিন্তু দেখভাল করার কর্তৃপক্ষ নেই বললেই চলে। এসব এজেন্সি থেকে হজযাত্রীরা যথার্থ সেবা পাচ্ছে কি না, তাদের ভিসার অবস্থা কী—এসব বিষয়ে সরকারকে আরও দায়িত্ববান হতে হবে। সেই সঙ্গে সৌদি আরবে মোয়াল্লেম ফি বৃদ্ধি কিংবা দুই দফা ভিসা ফি বৃদ্ধির ব্যাপারেও বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এ ক্ষেত্রে আমরা ঔদাসীন্য ও অদক্ষতাই দেখছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে হজযাত্রীদের সহায়ক জনবল নিযুক্তিতেও অনিয়মের অভিযোগ উঠেছে। আগে থেকে পরিকল্পনা, নজরদারি ও আন্তরিকতা থাকলে এর অবসান সম্ভব। আর এটা যেহেতু প্রতিবছরই হয়, সেহেতু আমাদের এখনই সতর্ক হওয়া উচিত।
মো. আবু তাহের মিয়া
পীরগঞ্জ, রংপুর।