অগ্নিস্নানে শুচি হোক ধরা

অগ্নিস্নানে শুচি ধরা অনুষ্ঠান শেষে বন্ধুরা
অগ্নিস্নানে শুচি ধরা অনুষ্ঠান শেষে বন্ধুরা

‘ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে...’—এই সুমধুর গানের তালে তাল মিলিয়ে গত ২৫ বৈশাখ সোমবার উদ্যাপিত হলো রবীন্দ্রজয়ন্তী। ‘অগ্নিস্নানে শুচি হোক ধরা’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।
এত বছর পরও তাঁর সৃষ্ট কবিতা, নাটক ও গানের চর্চা বেড়েই চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন। তিনি রবীন্দ্রনাথের জীবনের নানা দিক নিয়ে কথা বলেন। বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন রবীন্দ্ররচনা ও সাহিত্য পাঠের প্রতি গুরুত্বারোপ করে সব বন্ধুসভার বন্ধুদের রবীন্দ্রসাহিত্য পড়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেন।
এ ছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহবুবা সুলতানা, জাতীয় পরিচালনা পর্ষদের ওমর ফারুক, ফেরদৌস ফয়সাল, আসফাকুজ্জামান, সাইদুল হাসান।
উৎসবে ছিল রবীন্দ্রনাথের কবিতা, চিঠিপাঠ ও গান পরিবেশন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বহ্নিশিখা, নাজরানা কাকলি, সুমিত পাল, সোলায়মান কবির, হাসান সালেহ। গান পরিবেশন করে শাকিলা শুক্লা, পারমিতা, শুভ ও মেহেদি হাসান।