রেসার হতে চান?

দেশে বসেও যে বিশ্বমানের রেসার হওয়ার সুযোগ রয়েছে, তার প্রমাণ তো আমাদের সামনেই আছে। নতুন যাঁরা রেসার হওয়ার স্বপ্নে বিভোর, তাঁদের জন্য পরামর্শ দিয়েছেন অভিক আনোয়ার। শুরুতে সিমুলেটর (প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্র) কিনে বাসায় রেসিং অনুশীলন সম্ভব। এ ছাড়া অনলাইনেও অনুশীলন করতে পারবেন যে কেউ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হলে প্রথমে রেসিং লাইসেন্স নিতে হবে। বাংলাদেশে এটা পাওয়া যায় না। এ জন্য পাশের দেশ ভারতের যেকোনো রেসিং স্কুলে লাইসেন্স করতে হবে। বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ টাকা খরচ পড়বে। ভারতের রেসিং লাইসেন্স স্কুলে অন্তত ১০টি রেস করলেই মিলবে আন্তর্জাতিক লাইসেন্স। আর রেসিংয়ের বিশ্ব সংস্থা ফর্মুলা ইন্টারন্যাশনাল অটোমোবাইলের অধিভুক্ত হয়ে খেলা যাবে যেকোনো প্রতিযোগিতায়।