বইমেলাতে

আজ এসেছি বইমেলাতে, দেখব অনেক বই
ও বন্ধু মন্টি, রিনি, তোমরা সবাই কই?

ওই তো অমিত, ওই যে বেলাল, এই যে হাসি আপু,
সেই থেকে যে খুঁজছি তোদের, আর পারি না বাপু!

এত্ত মানুষ বইমেলাতে, ঢেউয়ের পরে ঢেউ!
খুঁজছে সবাই কে কাকে ভাই, হারিয়েও যায় কেউ!

নতুন বই গন্ধ ছড়ায়, সাজানো চারপাশে
হাত বাড়ালেই রবীন্দ্রনাথ–হোমার চলে আসে।

এত্ত বইয়ের ছড়াছড়ি এই শিশু কর্নারে
গল্প, ছড়া, সায়েন্স ফিকশন—সব বই মন কাড়ে।

কিনব নিজে, বোনকে দেব, পড়বে বারে বারে
বানান করে সে–ও যে এখন সবই পড়তে পারে।