বড় এবং ছোট

সিঁথি বলে মমকে,

চাই না কেউ কথা বলুক

আমার সাথে ধমকে।

মম বলে সিঁথিকে

আমি তো তোর বড় আছি

পাল্টে দিবি রীতিকে?

এবার বলেন ঠামা—

দুজনকেই বলছি বাপু

কণ্ঠটাকে নামা।

সবার আছে দায়—

কানটা পেতে শোনো আমি

দিচ্ছি এবার রায়।

বড় আদর দেবে,

ছোটর থেকে শ্রদ্ধা এবং

ভালোবাসা নেবে।

ছোট দেবে অনেক অনেক

শ্রদ্ধা ভালোবাসা

সবার কাছে আজকে শুধু

এতটুকুই আশা।