আমাদের বঙ্গবন্ধু

একদিন এক নেতা এলেন টুঙ্গিপাড়া থেকে

বাইগার নদীর ঢেউ দোলানো মাটির গন্ধ মেখে।

একাত্তরের সাতই মার্চ দৃপ্তকণ্ঠে তিনি—

স্বাধীনতার ডাক দিয়ে যান, আমরা তাঁকে চিনি।

ছন্দে দোলা ভাষণ তাঁহার, আলোয় মাখা রবি

জাতির কাছে তিনি হলেন রাজনীতির এক কবি।

মুক্তিসনদ হাতে নিয়ে স্বপ্ন দেখান কবি

কবি বলেন, আমার বুকে বাংলাদেশের ছবি।

নদীর স্বপ্ন, পাখির স্বপ্ন, ফসল ও প্রকৃতি

সব মানুষের স্বপ্ন নিয়ে চলাই আমার রীতি।

স্বপ্নের রং নিয়ে বাঁচে সাহসী মানুষ দল

স্বপ্নজালে আশা বেঁধে ভাঙব যে শৃঙ্খল।

আমলা কৃষক বুদ্ধিজীবী ছাত্র মজুর জেলে

সবার মনে স্বপ্ন জাগাই চাঁদের আলো ঢেলে।

নেতার কথায় মুখরিত হলো সমাবেশ

‘জয় বাংলা’ স্লোগান তুলে গড়তে সোনার দেশ।

মুক্তির গান, শপথ নিয়ে বাঙালিরা জাগে

যুদ্ধজয়ের ইতিহাসে নতুন ছোঁয়া লাগে।

লাল-সবুজের হৃদয়জুড়ে দিলেন স্বাধীনতা

বাঙালিদের জাতির পিতা, বলছি তাঁহার কথা।

তিনিই আমার বঙ্গবন্ধু, তিনিই বাংলাদেশ

অগ্নিঝরা একাত্তরেই শুরু এবং শেষ।

নেতাকে দিই বরণমালা লালগোলাপের হাসি

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’