কোভিড-১৯ অ্যাভেঞ্জার টিম

গোল্লাবন্ধুরা, করোনাভাইরাসের কারণে মুখ কালো করে বসে থাকলে চলবে? উঁহু, একদম চলবে না। তোমরা নিশ্চয়ই জানো, করোনাভাইরাসে আক্রান্ত হলে কোভিড–১৯ রোগটি শরীরে বাসা বাঁধে। তবে এ রোগ মোকাবিলার সহজ উপায়ও আছে। কী করতে হবে? করোনায় করণীয়গুলো তুমি শিখতে পারো ‘কোভিড–১৯ অ্যাভেঞ্জার টিম’–এর কাছ থেকে। এ টিমে আছে ‘সাবানি সাবা’, যে বারবার সাবান দিয়ে হাত ধোয়। আছে ‘টিস্যু মিশু’, যে সব সময় নাক–মুখ মুছতে টিস্যু ব্যবহার করে। লক্ষ্মী হয়ে ঘরে বসে থাকে ‘বাসার বুশরা’। মুখে হাত দেয় না জুঁই নামের মেয়েটি, তাই ওর নাম ‘মুখ না ছুঁই জুঁই’। আর প্রয়োজনে মাস্ক ব্যবহারের কথা বলে ‘মাস্কি মুকুল’। অতএব এসো, তুমিও যোগ দাও ‘কোভিড–১৯ অ্যাভেঞ্জার টিম’–এর সঙ্গে।
কার্টুন: মেহেদী হক ● ছড়া: মাহফুজ রহমান

সাবানি সাবা
করোনাকে করতে চাইলে
জব্দ কুপোকাত
সাবান দিয়ে বারেবারে
ধুতেই হবে হাত।

বাসার বুশরা
আমি ভাই বাসায় আছি
তুমিও বাসায় থেকো
করোনা বিদায় হলে
আমাকে খেলতে ডেকো।

মাস্কি মুকুল
তুমি করতে পারো আস্ক—
‘আমি পরব কখন মাস্ক?’
জেনে রেখো, অসুখ হলেই তবে
মুখের ওপর মাস্ক চড়াতে হবে।

মুখ না ছুঁই জুঁই
ঢাক গুড়া গুড় ঢাক গুড়া গুড়
বকের মাথায় টাক,
হাত দিয়ে ভাই ভুলেও আমি
ছোঁব না মুখ–নাক।

টিস্যু মিশু

নাকটা মুছলে টিস্যু দিয়ে
বাঁ পাশ থেকে ডানে,
করোনাটা বলবে, ‘বাবা—
পালাব কোনখানে!’