একাত্তরের বিচ্ছু

অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

কে দেখেছে কে দেখেছে
একাত্তরের বিচ্ছুকে?
রাত দেখেছে, দিন দেখেছে
ভয় পায়নি কিচ্ছুকে।

সুযোগ পেলেই বিচ্ছুরা সব
হঠাৎ দিত হানা যে,
পশ্চিমারা কোথায় থাকে
সব ছিল ঠিক জানা যে।

উড়িয়ে দিয়ে ছাউনি, সেতু
ঘুম কেড়েছে ওদের; তাই—
ধরতে ওদের সৈন্য নামে
বিচ্ছু কোথায়! ফটাংফাই।

বিচ্ছুরা সব বুক ফুলিয়ে
ঘুরে বেড়ায় সব পাড়ায়,
সহজ তো নয় ওদের ধরা
ওরা সবার ভয় তাড়ায়।

দুয়ার খুলে মা চেয়ে রয়
বিচ্ছু ছেলে আসবে তার,
ফেরে তারা প্রতীক হয়ে
লাল-সবুজের পতাকার।