বন্ধু এখন বই

করোনাভাইরাসের জন্য স্কুল ছুটি। বাইরে বেরোনো মানা। ঘরে সারা দিন কি কারও ভালো লাগে? সারা দিন পড়াশোনা করতেও তো ভালো লাগে না। বন্ধুদের কথা মনে পড়ে। আর কত দিন যে এ বন্দিজীবন কাটাতে হবে, কে জানে!

তবে শেলফের বইগুলো আমার কষ্ট দূর করে দেয়। অনেক ইংরেজি ও বাংলা বই আছে আমার শেলফে। ইংরেজি বইয়ের মধ্যে জেফ কিনির লেখা ডায়েরি অব আ উইম্পি কিড আমার অনেক প্রিয়। এ সিরিজের সব বই আমার পছন্দ। এ ছাড়া জে কে রাওলিংয়ের হ্যারি পটার সিরিজও আমার প্রিয়। সিরিজের সব বই অবশ্য আমি পড়িনি। কিন্তু যতগুলো পড়েছি, তার মধ্যে হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজক্যাবান আমার সবচেয়ে প্রিয়। তবে এই ছুটিতে আমি যতগুলো বই পড়েছি, তার মধ্যে সবচেয়ে মজার হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি বইটি। এই বইয়ের একটা পৃষ্ঠা পড়লে পরেরটা পড়তে ইচ্ছা করে।

সবার শেষে আমার একটাই প্রার্থনা, সারা বিশ্ব থেকে করোনাভাইরাস দূর হয়ে যাক। আর আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে 

লাবণ্য লহরী রায়
পঞ্চম শ্রেণি, স্কাই টাচ স্কুল, উত্তরা, ঢাকা