নতুন পৃথিবী


নতুন পৃথিবীর নতুন এক ভোরে।
আঁধার কেটে আবার,
মোরা আলোয় উঠব জেগে।

মোরা আবার হাসব আবার গাইব।
উজ্জ্বল জীবনের টানে আবার;
একই পথে মোরা চলব।

আজি এই সুনসান পৃথিবীর নিস্তব্ধতা;
মোরা কোলাহল আর গল্পের আসরে,
উচ্ছল করে সদা তুলব।
স্বপ্নের টানে আবার আপন আপন কাজে মোরা ফিরব।

অলিগলি–রাজপথ,
রাখালিয়া মাঠ–চর।
পদ্মা–মেঘনা–যমুনার এই দেশে
বাউলের সুরে,
মোরা জীবনের জয়গান গাইব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়